ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

৮০ লাখ রুপি দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, আগস্ট ১৭, ২০১৬
৮০ লাখ রুপি দিলেন অক্ষয় ‘রুস্তম’ ছবির দৃশ্যে অক্ষয় কুমার

ভারতের সেনাবাহিনীর জওয়ানদেরকে ৮০ লাখ রুপি দান করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের নতুন ছবি ‘রুস্তম’-এর প্রচারণার অংশ হিসেবে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

নিঃস্বার্থ ও মহতি উদ্যোগে যুক্ত হয়ে জনদরদি কাজ করার ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

তবে জওয়ানদের অনুদান দেওয়া প্রসঙ্গে অক্ষয় উল্লেখ করেছেন, বাস্তবিক অর্থে পদকের পাশাপাশি তাদের টাকাও প্রয়োজন। এজন্যই জওয়ানদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি করে দিয়েছেন তিনি। তার অভিমত, অন্যদেরকেও এ মানুষগুলোর সহায়তায় এগিয়ে আসা উচিত।  

এর আগেও অক্ষয় বারবার প্রমাণ করেছেন প্রয়োজন দেখা দিলে সেদিকে এগিয়ে যেতে দু’বার ভাবেন না। কয়েক মাস আগে খরার কারণে কৃষকদের মধ্যে আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় থমকে গিয়েছিলো সারাভারত। সেই সময় মহারাষ্ট্রের খরাকবলিত কৃষকদেরকে ৯০ লাখ রুপি অনুদান দেন ‘খিলাড়ি’ তারকা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।