ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

কানে রূপসীদের সেরা ১০ পোশাক

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬
কানে রূপসীদের সেরা ১০ পোশাক

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসর শুরু হয়েছিল গত ১১ মে। ১২ দিন পর ২২ মে এর পর্দা নেমেছে।

চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে এখানে ফ্যাশনের খেলায় মেতেছিলেন তামাম দুনিয়ার নামি-দামি রূপসীরা।

 

দক্ষিণ ফরাসি উপকূলে এবার যেসব পোশাকে চোখ আটকে গিয়েছিল সেগুলোর মধ্য থেকে সেরা ১০ জনের পোশাক ফিরে দেখা যাক।

উৎসবের দ্বিতীয় দিনে আরমানি প্রাইভের কালো গাউনে জুলিয়া রবার্টস। পায়ে জুতা না রাখলেও গলায় দিয়েছিলেন পান্নার মালা।

মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলিকে লালগালিচায় দেখা গেছে গত ১৪ মে। ভারসেসের পা খোলা নীল গাউনে তাকে দারুণ মানিয়েছে। পোশাকটিতে বোঝা গেছে তিনি সন্তানসম্ভবা।

বলিউড অভিনেত্রী সোনম কাপুর গত ১৫ মে পড়েছিলেন র‌্যালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা ওপরে থেকে নিচে পেছনে দিকে প্রসারিত হয়ে যাওয়া সাদা গাউন। এ নিয়ে ষষ্ঠবার কানে এলেন তিনি।

উৎসবের উদ্বোধনী দিনে মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন পড়েন আরমানি প্রাইভের কাঁধখোলা হলুদ গাউন।

ইলি সাবের ডিজাইন করা সোনালি লেসের গাউনে গত ১৪ মে লালগালিচায় রঙ ছড়িয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে ছিল বেল্ট ও গলার হার।

দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরন গত ২০ মে নিজের অভিনীত ‘দ্য লাস্ট ফেস’ ছবির প্রদর্শনীতে এসেছিলেন ডিওরের স্যুট পড়ে।

ডিওরের সোনালি ফুল স্লিভ গাউনে সেজেছিলেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কঁতিয়া। গত ১৫ মে নিজের অভিনীত ‘ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন’ ছবির প্রদর্শনীতে তার এই সৌন্দর্য ছিল মনকাড়া।

ব্রিটিশ মডেল কেট মস গত ১৬ মে পড়ে এসেছিলেন হ্যালস্টনের গাউন। চুল ছিলো ঝরঝরে, পায়ে দিয়েছেন নাচের উপযোগী হালকা জুতা।  

প্রথম দিনেই পেছন দিকে লম্বা গিভেনসির কালো গাউন পড়ে মন কাড়েন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর। বয়স সংখ্যায় ৫৫ বছর হতে পারে, কিন্তু সৌন্দর্যে তরুণীদের এখনও দৌড়ের ওপর রাখতে পারেন তিনি!

আরমানি প্রাইভের ডিজাইন করা কাঁধখোলা হালকা বেগুণি রঙা গাউন পরে গত ১১ মে লালগালিচায় আসেন মার্কিন অভিনেত্রী নাওমি ওয়াটস।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জেএইচ/এসআর

**
লালগালিচার আলোচিত রূপবতীরা
** ইরানিদের কান জয়
** কানের অভিজাত ক্লাবে কেন লোচ
** ব্রিটিশদের হাতে স্বর্ণপাম
** যেভাবে বানায় স্বর্ণপাম
** 'দেখা হবে আগামী বছর'
** লালগালিচা লালে লাল!
**কার ভাগ্যে স্বর্ণপাম?

** শেষ মঞ্চ প্রস্তুত
** শেষবেলায় মেল গিবসনের অ্যাকশন
** জিতে গেলো সাদাকালো যুগের প্রেম
** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা
** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা
** লালগালিচায় তোলা ছবির দাম

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।