ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তারার ফুল

পড়শীর গান, গানের পড়শী

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
পড়শীর গান, গানের পড়শী পড়শী-ছবি : নূর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘড়ির কাঁটা দুপুর ১টার ঘরে। আকাশ থেকে নামলো ঝুম বৃষ্টি।

বৃষ্টির ফোঁটায় সিক্ত হয়ে গাড়ি থেকে নামছেন পড়শী। হাসতে হাসতে তার প্রশ্ন, ‘আজ কি আমি ছবি তুলতে পারবো? যে বৃষ্টি শুরু হয়েছে!’

পড়শীর সঙ্গে এসেছেন তার মা জুলিয়া এহসান ও ভাই স্বাক্ষর। পড়শীর মুখে হাসি থাকলেও চোখে এক ধরনের ক্লান্তি। কারণ টানা পাঁচদিন ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কেটেছে তার।

এখন বোকা বাক্সে (টেলিভিশন) প্রায়ই দেখা যাচ্ছে পড়শীকে। মুঠোফোন প্রতিষ্ঠান রবির ইন্টারনেট নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এর শিরোনাম ‘রবির নেটে থাকো বিজি, সবকিছু সুপার ইজি’।

এ প্রসঙ্গে পড়শী বাংলানিউজকে বলেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কথা ভেবেই এটি নির্মাণ করেছে রবি। এখানে আমার গাওয়া গানের সংগীতায়োজন করেছেন সন্ধি। আর ভিডিওটি নির্মাতা রম্য খান। ’

বিজ্ঞাপনচিত্রটিতে পড়শীর সঙ্গে তার ব্যান্ড বর্ণমালার সদস্যদেরও দেখা গেছে। দেখতে দেখতে তার এই ব্যান্ডের বয়স দুই বছর হয়ে গেলো। বর্ণমালা নিয়ে জানতে চাইলে পড়শীর ভাষ্য, ‘আগে কনসার্ট করতে গিয়ে বিভিন্ন যন্ত্রশিল্পীর সঙ্গে আমার পরিচয় হয়। মূলত সেখান থেকেই কয়েকজনকে নিয়ে এই দল গড়া। ভালো আছি, একসঙ্গে অনেক কাজ করছি আমরা এবং বাইরের কনসার্টে তাদের সঙ্গে গাইতে পেরে বেশ ভালো লাগে আমার। ’

জানা গেলো, রোজার ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মধ্যে নতুন পোশাক বিতরণ নিয়ে রবির নতুন একটি বিজ্ঞাপনচিত্রেও দেখা যাবে পড়শীকে।

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর পড়শীর শুরুটা হয়েছিল চলচ্চিত্রের গানে।

মনতাজুর রহমান আকবরের ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে কবির বকুলের লেখা ‘তুমি আমার বন্ধু, খেলার সাথী’ গানে কণ্ঠ দেন তিনি। এর সংগীত পরিচালনা করেন ইমন সাহা। এরপর প্রায় অর্ধশত ছবিতে গেয়েছেন পড়শী। এর মধ্যে মুক্তি পেয়েছে ‘জোনাকির আলো’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়া-ছবি’, ‘অন্তরঙ্গ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘গেম’ , ‘স্টোরি অব সামারা’। কয়েকদিন আগে অনন্য মামুনের ‘ফ্রেন্ডশীপ’ ছবিতে ইবরার টিপুর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এত গানের মধ্যে নিজের সেরা গান কোনগুলো? পড়শীর জবাব, ‘এমন তো অনেক গান আছে। এর মধ্যে ‘ছায়াছবি’ ছবির ‘পথ’, ‘পিতা-পুত্রের গল্প’ ছবিতে আরফিন রুমির সঙ্গে ‘তুমি হাত বাড়িয়ে দাও’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে ‘থই থই ভালোবাসা’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ গানগুলো নিয়ে বেশ ভালো সাড়া পেয়েছি। ’

এ পর্যন্ত এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল, আরফিন রুমি, ইমরান, কিশোরসহ অনেকের সঙ্গে গেয়েছেন পড়শী। পড়াশোনায়ও সমান দক্ষতা রেখেছেন।

গত বছর ক্যামব্রিয়ান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়েছেন। এখন ক্যামব্রিয়ান কলেজে পড়ছেন। আগামী বছর দেবেন এইচএসসি পরীক্ষা। তাই ভালো ফল করার ব্যাপারে তার পরিশ্রমের অন্ত নেই। পড়শী বললেন, ‘ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে চাই। গানের জন্য আমার পড়াশোনার ক্ষতি করতে চাই না। এ জন্য অ্যালবামের কাজ করছি সময় নিয়ে। ’

‘পড়শী’ (২০১০), পড়শী ২’ (২০১২) অ্যালবামের পর গত বছর বাজারে আসে পড়শীর তৃতীয় একক 'পড়শী ৩'। অ্যালবামটির সংগীতায়োজন করেন বাপ্পা মজুমদার, আরফিন রুমি, ইমরান, অদিত, ভারতের দেব সেন, নাদিম ও অম্লান। আগের দুই অ্যালবামের চেয়ে পড়শি এবার কিছুটা ক্ল্যাসিক্যাল ধাঁচের গান করেছেন এতে। সঙ্গে একটি হিন্দি গানও ছিল।

তার চতুর্থ একক অ্যালবামের খবর কী? পড়শীর জবাব, ‘এখন অ্যালবাম করছি না। এমনকি আমার নিজের ব্যান্ড বর্ণমালাকে নিয়েও অ্যালবাম করার ইচ্ছে আছে। দেখা যাক কবে করতে পারি। তবে আসন্ন রোজার ঈদ উপলক্ষে একটি দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিও তৈরি করাতে যাচ্ছি। এর শিরোনাম ‘জয় হবেই হবে’। তবে এটি প্রথমে আমার ফেসবুক পেজে দেওয়া হবে। এ বছরের বিজয় দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটি প্রচার হতে পারে। ’

এদিকে রোজার ঈদ উপলক্ষে এরই মধ্যে আম্মু, চাচ্চু, নানুসহ অনেকের কাছ থেকে বেশকিছু উপহার পেয়েছেন পড়শী। ঈদ কোথায় করবেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত এই গায়িকা? তার উত্তর, ‘এবারের ঈদে দেশের বাইরে কনসার্ট থাকতে পারে, কথা চলছে। না হলে তো দেশেই থাকছি। ’

পড়শীর কেনা নতুন গাড়িতে বসেই এতক্ষণ কথা হচ্ছিল। এরই মধ্যে আমাদের আলোকচিত্রী নূরের ডাক। বৃষ্টি থেমে গেছে। পড়শীর উত্তর, ‘চলেন শুরু করি। না হলে দেরি হয়ে যাবে। হাতে অনেক কাজ। ’

বাংলাদেশ সময় :  ২০৩৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।