ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তারার ফুল

হলিউড, বলিউড ও বিশ্বসংগীত টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
হলিউড, বলিউড ও বিশ্বসংগীত টপচার্ট ‘ববি জাসুস’ ছবির দৃশ্যে বিদ্যা বালান

বলিউড টপচার্ট
শীর্ষ ৫
১. ববি জাসুস (বিদ্যা বালান, আলি ফজল, অর্জন বাজওয়া, সুপ্রিয়া পাঠক, তানভি আজমি, জরিনা ওয়াহাব, রাজেন্দ্র গুপ্ত, কিরণ কুমার)
২. লেকার হাম দিওয়ানা দিল (আরমান জৈন, দীক্ষা শেঠ, গৌতমী কাপুর)
৩. এক ভিলেন (রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা)
৪. হামশাকালস (সাইফ আলি খান, বিপাশা বসু, রিতেশ দেশমুখ, এশা গুপ্তা, তামান্না ভাটিয়া, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে, সতীশ শাহ, দর্শন জরিওয়ালা)
৫. হলিডে : অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি (অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা)

ববি জাসুস
হায়দরাবাদের মোঘলাপুরা অঞ্চলের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিলকিস আহমেদ ববি। তার জীবনের একমাত্র লক্ষ্য, এলাকার সবচেয়ে তুখোড় গোয়েন্দা হয়ে ওঠা।

কিন্তু তার না আছে প্রশিক্ষণ, না আছে মাস্টার্স ডিগ্রি। এ কারণে স্থানীয় গোয়েন্দা সংস্থা তাকে একাধিকবার বাতিল করে দিয়েছে। শেষে নিজেই গোয়েন্দা সংস্থা খোলার সিদ্ধান্ত নেয় সে। তার বন্ধু সাইবার ক্যাফের মালিক শেঠি আর রেস্তোরাঁর ওয়েটার মুন্না। যে কোনো মামলায় তাদের সহযোগিতায় দুষ্টু লোকদের পাকড়াও করে ববি। কখনও কখনও ববিকেও ধাওয়া খেতে হয়। কখনও পাড়ার গুন্ডার সঙ্গে পিসতুতো বোনের প্রেম ফাঁস করা, কখনও পাত্র-পাত্রীর খুঁত বের করে বিয়ে ভেস্তে দেওয়া; এসব ছোটখাটো মামলা নিয়েই চলছিল ববির। হঠাৎ একদিন এক রহস্যময় ব্যক্তি এসে মোটা টাকার পারিশ্রমিক ও একটা বড় মামলা দেয় ববিকে। নানা ছলে-বলে-কৌশলে কাজটা করতে থাকে ববি। কিন্তু একদিন তার মনে সন্দেহ জাগে। তারপরেই ঘুরে যায় গল্পের মোড়।

হলিউড টপচার্ট
শীর্ষ ১০
১. ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংকশন (মার্ক ওয়ালবার্গ, নিকোলা পেল্‌জ, স্ট্যানলি টুসি, কেলসি গ্র্যামার, জন গুডম্যান, ব্রেন্টন থোয়াইটস)
২. ট্যামি (মেলিসা ম্যাককার্থি, সুসান সারান্ডন, ক্যাথি বেটস, টনি কলেট)
৩. ২২ জাম্প স্ট্রিট (শেনিং টেটাম, জোনা হিল, আইস কিউব)
৪. ডেলিভার আস ফ্রম এভিল (এরিক ব্যানা, এডগার রামিরেজ, অলিভিয়া মুন)
৫. হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ২ (অ্যানিমেটেড ছবি)
৬. আর্থ টু ইকো (টিও হ্যাম, রিকস হার্টউইগ)
৭. মেলফিসেন্ট (অ্যাঞ্জেলিনা জোলি, এলে ফ্যানিং, জুনো টেম্পল, স্যাম রিলে)
৮. জার্সি বয়েজ (ক্রিস্টোফার ওয়াকেন, জেরেমি লুক, জোয়ি রুশো, ভিনসেন্ট পিয়াজ্জা)
৯. থিংক লাইক অ্যা ম্যান ঠু (মাইকেল ইয়ালি, জেরি ফেরারা, মেগান গুড, রেজিনা হল, কেভিন হার্ট)
১০. এজ অব টুমরো (টম ক্রুজ, এমিলি ব্লান্ট, বিল প্যাক্সটন)



ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংকশন
হলিউড টপচার্টের শীর্ষস্থান ধরে রেখেছে মাইকেল বে পরিচালিত ‘ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংকশন’। ২১ কোটি ডলারে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে ৫৯ কোটি মার্কিন ডলার। ২ ঘণ্টা ৪৫ মিনিট ব্যাপ্তির ছবিটি ২৭ জুন মুক্তি দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। ছবির গল্পে দেখা যায়, টিনএজার মেয়ে টেসাকে নিয়ে কেড ইগারের আবাস টেক্সাসের প্রত্যন্ত গ্রামে। একদিন হঠাৎ বাবা কেড কিনে নিয়ে আসেন বাড়িতে ঢাউস এক ট্রাক। দেখতে শুনতে মরচে পড়া এমন একটা দশা যন্ত্রদানবকে দেখে মেয়ে উপহাসই করে বসে। পুরো বিষয়টিকে অর্থ অপচয় ছাড়া কিছুই মনে হয় না তার। কিন্তু গাড়িটাকে ঠিকঠাক করতে গিয়ে কেড আলামত পেতে থাকেন একের পর এক। ক্রমশ তিনি বুঝতে থাকেন, এটা কোনো সাধারণ গাড়ি নয়। এটা নিশ্চয়ই সাইবাট্রন থেকে আসা কারও ধ্বংসাবশেষ। মার্কিন মুলুকে ততদিনে নিষিদ্ধ হয়ে যাওয়া ট্রান্সফরমারদের ওই বাড়িতে আগমনের বিষয়টা টের পেয়ে যায় প্রশাসন। গোয়েন্দা বাহিনীর অতর্কিত আক্রমণে হতভম্ব পরিবারটির চোখের সামনে আবারও নিজ রূপে আবির্ভাব ঘটে অপটিমাস প্রাইমের। অন্যদিকে মানুষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে বসে ট্রান্সফরমারদের অটোবটের জগৎ।

বিলবোর্ড সিঙ্গেলস
শীর্ষ ১০
১. ফেন্সি-ইজি আজালিয়া ও চার্লি এক্সসিএক্স
২. রুড-ম্যাজিক! ব্যান্ড
৩. প্রবলেম-আরিয়ানা গ্র্যান্ড ও ইজি আজালিয়া
৪. অ্যাম আই রং-নিকো ও ভিঞ্জ
৫. স্টে উইথ মি-স্যাম স্মিথ
৬. উইগেল-জেসন ডিরুলো ও স্নুপ ডগ
৭. অল অব মি-জন লিজেন্ড
৮. সামার-ক্যালভিন হ্যারিস
৯. টার্ন ডাউন ফর হোয়াট-ডিজে স্নেক ও লিল জন
১০. হ্যাপি-ফ্যারেল উইলিয়ামস



বিলবোর্ড অ্যালবাম
শীর্ষ ৫
১. এক্স-এড শীরান
২. ইজ দ্য লোনলি আওয়ার-স্যাম স্মিথ
৩. দিস থিংস হ্যাপেন-জি-ইজি
৪. আল্ট্রাভায়োলেন্স-লানা ডেল রে
৫. ফ্রোজেন-ছবির গানের অ্যালবাম



বাংলাদেশ সময় :  ১৬০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।