ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আব্রাহাম লিঙ্কন নিয়ে স্পিলবার্গ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
আব্রাহাম লিঙ্কন নিয়ে স্পিলবার্গ

ডেনিয়েল ডে-লুই আসছেন আব্রাহাম লিঙ্কন হয়ে, সম্প্রতি এমন ঘোষণা দিলেন ‘লিঙ্কন’ ছবির পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ছবিটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের জীবনকাহিনী নিয়ে।



১৮৬১ থেকে ১৮৬৫ পর্যন্ত লিঙ্কন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। আর এই স্বল্প সময়েই তিনি অনন্যসাধারণ অবদান রেখেছিলেন একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে।

পুলিৎজার পুরস্কার বিজয়ী টনি কুশনার লিখছেন এই ছবিটির চিত্রনাট্য। ডরিস কিয়ার্নস গুডউইনের ‘টিম অব রাইভালস’ বইটির ওপর ভিত্তি করে লেখা হচ্ছে চিত্রনাট্যটি। প্রভাবশালী লোকদের সঙ্গে লিঙ্কনের ক্যাবিনেটের দ্বন্দ্ব, দাসপ্রথার বিলুপ্তি এবং আমেরিকার গৃহযুদ্ধ প্রাধান্য পাবে এই চলচ্চিত্রে।

২০১১ সালের হেমন্তে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। আশা করা হচ্ছে ছবিটির মুক্তি দেওয়া হবে ২০১২ সালের শেষ দিকে।

আগামী বছর স্পিলবার্গ ‘ওয়ার হাউস’ নামে আরেকটি ছবির কাজে হাত দেবেন বলে খবর বেরিয়েছে। ছবিটি তৈরি হবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে লেখা মাইকেল মরপুরগোর উপন্যাসকে ভিত্তি করে।

এছাড়া আগামী বছর তিনি টিনটিনের এডভেঞ্চার নিয়ে একটি এনিমেশন ছবি তৈরি করবেন এবং সে বছরই মুক্তি দেবেন বলে আশা করছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২০, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad