ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

পাবিপ্রবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ছাত্র ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
পাবিপ্রবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ছাত্র ধর্মঘট প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ছাত্র ধর্মঘট। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। 

নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনে বুধবার (২৩ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
 
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় আসিফ ইকবাল চিন্ময় নামের এক বখাটে শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার একটি ছাত্রীনিবাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় ওই বখাটে অন্য ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযুক্ত বখাটের চাচার বাড়িতে বসে সমঝোতা করার চেষ্টা করে মিষ্টি খেয়ে চলে আসেন। বিষয়টি জানাজানি হলে ওই ঘটনায় রাধানগর বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে (২৭) রাতেই গ্রেফতার করে পুলিশ।  

পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের দ্বারা ছিনতাই, মারধর এমনকি ছুরিকাঘাতের শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।  

সম্প্রতি, আমাদের এক বোনের শ্লীলতাহানির ঘটনাও ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। শিক্ষার্থীদের নিরাপত্তা দানে প্রক্টরিয়াল বডি চরম ব্যর্থ হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করে অদক্ষ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।