ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষাবৃত্তি পেলেন জাবির ১৪ শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
শিক্ষাবৃত্তি পেলেন জাবির ১৪ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিক্ষাবৃত্তি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আর্থিকভাবে অস্বচ্ছল ১৪ জন শিক্ষার্থী। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন দ্য ইউনাইটেড কিংডম (জুয়াক)’ এ শিক্ষাবৃত্তি দিয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) জুয়াক স্টাইপেন্ড ফান্ড বাংলাদেশ শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেধাবী কিন্তু দরিদ্র এমন ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১২ হাজার টাকার এককালীন চেক তুলে দেওয়া হয়েছে।

আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী বছর থেকে আমরা এর পরিসর বাড়ানোর চেষ্টা করবো।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে শিক্ষা,গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার ‍উদ্দেশ্যে সংগঠনটি যাত্রা শুরু
করে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।