ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির নতুন উপ-উপাচার্য হলেন নুরুল আলম

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জাবির নতুন উপ-উপাচার্য হলেন নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নুতন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

উপ-উপাচার্যের পদের সব সুযোগ-সুবিধা তিনি ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অধ্যাপক মো. নুরুল আলম বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহবায়কের দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পেয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আাগস্ট ১৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।