ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে ‘স্টেশনারি শপ’ চালু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
শাবিপ্রবিতে ‘স্টেশনারি শপ’ চালু স্টেশনারি শপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নতুন ‘স্টেশনারি শপ’ চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচতলায় স্টেশনারি শপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

শিক্ষার্থীরা বলেন,  আগে বইপত্র, খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বা স্টেশনারি পণ্যের জন্যে ক্যাম্পাসের বাইরে যেতে হতো।

এখন বিশ্ববিদ্যালয়ের স্টেশনারি শপ চালু হওয়ায় মাধ্যমে আমাদের অনেক সুবিধা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস,  ড. কামাল আহমদ চৌধুরী, ড. কবির হোসেন, ড. আখতারুল ইসলাম, ড. সৈয়দ শামসুল আলম, ড. সাজেদুল করিম, ড. রাশেদ তালুকদার, ড. জহির বিন আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, প্রক্টর জহির উদ্দিন আহমেদ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্যাম্পাসে কোন স্টেশনারি দোকান না থাকায় শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয় করতে ১০-১৫ টাকা ভাড়া দিয়ে প্রধান ফটকে যেতে হতো। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এই শপ উদ্বোধন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।