ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

স্কুলের ছাদের পলেস্তারা ধসে ৩ শিশু শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
স্কুলের ছাদের পলেস্তারা ধসে ৩ শিশু শিক্ষার্থী আহত স্কুলের ছাদের পলেস্তারা ধস

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। 

শনিবার (৪ আগস্ট) সকালে উপজেলার ১৬ নম্বর ডাঙ্গা দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাদের পলেস্তরা ধসে পড়ে। এতে ফাতেমা খানম নামে এক ছাত্রীর মাথা কেটে যায়। এ ঘটনায় হাজেরা খাতুন ও হাবিবা খাতুন নামে আরও দুই শিক্ষার্থীর হাতে আঘাত লাগে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ’ 

‘চার কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ১৯৯৫ সালে নির্মিত হয়। ভবনের আট থেকে ১০টি স্থানে ফাটল রয়েছে। ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে পাঠদান করানো বিপদজনক। ’ 

প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়টিতে ২০৬ জন শিক্ষার্থী রয়েছে। বিষয়টি মুকসুদপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) ঝিল্লুর রহমানকে জানানো হয়েছে। তিনি বিদ্যালয়ের পাশে কোথাও ক্লাস চালানোর পরামর্শ দিয়েছেন। পাশের বাড়ির কোনো এক ফাঁকা জায়গায় পাঠদান করানোর চিন্তা-ভাবনা করছি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বিষয়টি জেনেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad