ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বাকৃবিতে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি

বাকৃবি (ময়মনসিংহ): রাজধানীর ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও খাগড়াছড়ির দীঘিনালায় নয় বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) নেতারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে বক্তারা সড়ক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড বন্ধ ও জড়িতদের বিচার দাবি করেন।

এছাড়া পাহাড় আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ এবং আদিবাসী শিশু হত্যার বিচার দাবি করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখার সদস্য সচিব রিয়াদ হাসান শাওন ও বিজ্ঞান চর্চা কেন্দ্র বাকৃবি শাখার সাধারণ সম্পাদক পৃথ্বিরাজ দাশ।

মানবন্ধনের সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম কর। এছাড়াও এ কর্মসূচিতে ছাত্রফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।