ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবিতে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান ক্যাম্প’ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
রাবিতে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান ক্যাম্প’ শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান ক্যাম্প। ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘বার্ষিক বিজ্ঞান ক্যাম্প-২০১৮’ শুরু হয়েছে। 

শুক্রবার (২০ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক তারিকুল হাসান ও অধ্যাপক সালেহ হাসান নকীব।

ক্যাম্পটিতে রাজশাহী অঞ্চলের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রজেক্ট মেকিং, পেপার ও পোস্টার প্রেজেন্টেশন বিষয়ক ওয়ার্কশপ, চতুর্মাত্রিক চলচ্চিত্র  (ফোর ডি) প্রদর্শনী, টেলিস্কোপ দ্বারা মহাকাশ পর্যবেক্ষণ ও বিজ্ঞান অলিম্পিয়াড উপভোগ করেন।  

এছাড়াও প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর দেন।

সায়েন্স ক্লাবের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত কিউরেটর সুকল্যাণ বাছাড় ও ডেপুটি ডিসপ্লে অফিসার সৈকত সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।