ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বিএফআরআইয়ে মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন 

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বিএফআরআইয়ে মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন  মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান

বাকৃবি (ময়মনসিংহ): জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) পাঁচ দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে বিএফআরআই’র অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তি মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গনে ২০-২৪ জুলাই পর্যন্ত এ প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ২২টি স্টল রয়েছে।  

মৎস্য প্রযুক্তি মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্য সম্পর্কিত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব অসীম কুমার বালা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।