ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

ফেনীতে পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ফেনীতে পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ফেনী: প্রতিবারের মতো এবারও এইচএসসির ফলাফলে ফেনীতে শীর্ষে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ভালো ফলাফল করা কলেজগুলো মধ্যে ফেনী সরকারি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬০২ জন। এরমধ্যে মোট উত্তীর্ণ হয় ১ হাজার ১৩৭ জন।

মোট জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার ৭১ শতাংশ।  

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১৭৩ জন। এরমধ্যে মোট উত্তীর্ণ ৭৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৬৪ দশমিক ০২ শতাংশ।

জয়নাল হাজারী কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮১ জন। এরমধ্যে মোট উত্তীর্ণ ৩৩৭ জন। জিপিএ-৫ নেই। পাসের হার ৮৮ দশমিক ৫৪ শতাংশ।

তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর ফেনীর ফলাফল খারাপ। এবার পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। এ জেলায় ৪০টি কলেজের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ৬২৭ শিক্ষার্থী। এরমধ্যে ৫ হাজার ৪০১ জন পাস করেছে।

বেসরকারি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে ফেনী ন্যাশনাল কলেজ। কলেজটির পাসের হার  ৮৬ শতাংশ।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।