ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

৬ জেলায় শীর্ষে কুমিল্লা, তলানিতে ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
৬ জেলায় শীর্ষে কুমিল্লা, তলানিতে ফেনী কুমিল্লা শিক্ষা বোর্ড। ফাইল ফটো

কুমিল্লা: পাসের হারের দিক থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৬ জেলার মধ্যে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। কুমিল্লায় পাসের হার ৭৩.৫৮ শতাংশ ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, কুমিল্লা জেলায় ১৪৯টি কলেজের ৩৫ হাজার ৬৮৮ শিক্ষার্থী পরীক্ষায়
অংশ নেন, এরমধ্যে ২৬ হাজার ২৫৯ জন পাস করেছেন।

চাদঁপুর জেলার পাসের হার ৬৯.৮০ শতাংশ। এ জেলার ৬২টি কলেজের ১৪ হাজার ৮৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ১০ হাজার ৩৮৩ জন পাস করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পাসের হার ৬১.৮০ শতাংশ। এ জেলায় ৫৩টি কলেজের ১৪ হাজার ৬৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ৯ হাজার ৭৪ জন পাস করেছেন।

নোয়াখালী জেলার পাসের হার ৬০.৪০ শতাংশ । এ জেলায় ৪৫টি কলেজের ১৮ হাজার ৫৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ১১ হাজার ২২২ জন পাস করেছেন।

লক্ষ্মীপুর জেলার পাসের হার ৫৯.৪৯ শতাংশ। এ জেলায় ৩২টি কলেজের ৯ হাজার ২১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ৫ হাজার ৪৮১ জন পাস করেছেন।

ফেনী জেলার পাসের হার ৫০.৮২ শতাংশ । এ জেলায়  ৪০টি কলেজের ১০ হাজার ৬২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ৫ হাজার ৪০১ জন পাস করেছেন।

উল্লেখ্য, কুমিল্লা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।  

পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে। ছেলেদের পাসের হার ৬৩.৪৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৭.০৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে। এ বোর্ডে এবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ৪৬১ জন ছাত্র ও ৪৮৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।