ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২২ জন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় ১৩ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে পাশ করেছে ৮ হাজার ৬০৩ জন। ফেল করেছে ৪ হাজার ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।

এ বছর জেলায় মোট পাশের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। ছেলে পরীক্ষার্থী অংশ নিয়েছে ৬ হাজার ৭৮ জন।

তার মধ্যে পাশ করেছে ৩ হাজার ৩৩৫ জন। ছেলেদের মোট পাশের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ। মেয়েরা অংশ নিয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে পাশ করেছে ৪ হাজার ৮৬৮ জন। মেয়েদের পাশের হার ৬৬ দশমিক ৪৮ শতাংশ।

এ বছর সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা আছমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি।

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে এ ফলাফলের তথ্য জনান।  

সুনামগঞ্জ জেলার ফল বিপর্যয় নিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ বাংলানিউজকে বলেন, এ বছর সারা দেশেই ফল বিপর্যয় হয়েছে। তবে শিক্ষার মান বেড়েছে। আমাদের কলেজে এবার ফল মোটামুটি ভাল হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad