ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৭৮ শতাংশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ভিকারুননিসায় পাসের হার ৯৯.৭৮ শতাংশ ফলাফল পাওয়ার পর ভিকারুননিসার শিক্ষার্থীদের উল্লাস/ছবি- শাকিল

ঢাকা: ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯৯.৭৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে কলেজের নোটিশ বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

খ্যাতনামা এ কলেজটি থেকে ১ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৪৯ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৯৭ জন।

বিজ্ঞান বিভাগের ১ হাজার ৪০০ জনের মধ্যে ৯২৩ জন, মানবিকের ২৩৩ জনের মধ্যে ২২ জন ও বাণিজ্যিক বিভাগের ২২২ জনের মধ্যে ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া অহনা মাহিন বাংলানিউজকে বলেন, আমার পরীক্ষা একটু খারাপ হওয়ায় জিপিএ-৫ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ফল দেখে নিশ্চিত হলাম। এজন্য শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।