[x]
[x]
ঢাকা, শনিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২১ জুলাই ২০১৮

bangla news

খুবিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ৫:৫৮:৩৯ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী আগমী ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ঢাকায় অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশে (এইউবি) অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ওই সভায় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সব স্কুল ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা ওই একই দিনে অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।

ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানা গেছে। 

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa