ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষক নিবন্ধনে তথ্য দেওয়ার সময় বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
শিক্ষক নিবন্ধনে তথ্য দেওয়ার সময় বৃদ্ধি

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্মিলিত জাতীয় মেধাতালিকা তৈরির জন্য তথ্যপূরণের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২৫ জুন) এনটিআরসিএ’র এক তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য না দিলে সম্মিলিত জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট নিবন্ধনধারীরা আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন।
 
এর আগে গত ১১ জুন এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের পরীক্ষা সংক্রান্ত লিংকে প্রবেশ করে তথ্য দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।