ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জবির এক মাসের ছুটি শুরু ৩ জুন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৮
জবির এক মাসের ছুটি শুরু ৩ জুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা এক মাসের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। 

বুধবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী রোববার (৩ জুন) থেকে বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

একই সঙ্গে আগামী রোববার (১০ জুন) থেকে সোমবার (২৫ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগী ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।  

এদিকে, ছুটি শেষে মঙ্গলবার (২৬ জুন) প্রশাসনিক দফতরসমূহ এবং রোববার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসসমূহ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।