ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৩২ দিনের ছুটিতে বেরোবি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৮
৩২ দিনের ছুটিতে বেরোবি

বেরোবি (রংপুর): ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) টানা ৩২ দিনের  ছুটি শুরু হয়েছে।

বুধবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, বুধবার (৩০ মে) থেকে বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত ৩০ দিন ও তারপরের দুইদিন সরকারি ছুটি হওয়ায় ৩২ দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী রোববার (১ জুলাই) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।
 
এছাড়া আগামী রোববার (৩ জুন) থেকে ২১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার (২৪ জুন) থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলতে থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।