ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

বিএম কলেজের অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ২৮, ২০১৮
বিএম কলেজের অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ বিএম কলেজের অনার্স শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: আগের ভর্তি বাতিল করে নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না আসায় বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া তাদের প্রত্যেকের মাথাপিছু ১০ হাজার ৭শ’ টাকা করে জরিমানা ধার্য করেছে কর্তৃপক্ষ।

এর প্রতিবাদে সোমবার (২৮ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা বিএম কলেজ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা কলেজ থেকে আগের সেশনে ভর্তি বাতিল করে পরের সেশনে ভর্তি হয়েছেন। এতে কলেজ কর্তৃপক্ষও তাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। কিন্তু কলেজ থেকে আদৌ ভর্তি বাতিল করা হয়নি। এতে রেজিস্ট্রেশন কার্ড না আসায় বিপুল পরিমাণ টাকা জরিমানা ধার্য করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তারা তাদের উপর ধার্যকৃত জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।