ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রজ্ঞাপনের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
প্রজ্ঞাপনের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের বাস

রাবি: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না, ক্যাম্পাসেও শিক্ষার্থীর উপস্থিতিও কম।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের বাস স্টেশনে অবস্থান নিয়েছে।

ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবির সমন্বয়ক মাসুদ মোন্নাফ।

তিনি বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী রাবিতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে ক্লাস হচ্ছে না।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।