ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ববিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ১৩, ২০১৮
ববিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক কোটা বাতিলের ঘোষণা শিগগিরই প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

রোববার (১৩ মে) সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সামনে ও ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি।

তাই শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করে ভর্তি এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসন করা হোক। দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।