ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৪০ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৮
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৪০ 

কুমিল্লা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। এ বোর্ডের ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৮২ হাজার ৭১১ জন শিক্ষার্থী।

রোববার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের চেয়ে এবার কুমিল্লা বোর্ডের পাসের হার বেড়েছে।

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ০৩ শতাংশ। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।