ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জিপিএ-৫ পেলো ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মে ৬, ২০১৮
জিপিএ-৫ পেলো ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী  শিক্ষার্থীদের উল্লাস। ফাইল ফটো

ঢাকা: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৭। গতবছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

রোববার (০৬ মে) সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

তিনি বলেন, এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯জন শিক্ষার্থী।

এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন এবং ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী। গতবছর ১০ বোর্ডে জিপিএ-৫ এর এ সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।  

এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

এরপর বেলা দুইটায় শিক্ষা-প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইলে মেসেজ পাঠিয়ে ফল জানা যাবে। গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad