ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

তিতাসে ভুয়া প্রশ্ন সরবরাহের অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
তিতাসে ভুয়া প্রশ্ন সরবরাহের অভিযোগে যুবক আটক আটক যুবক তারেক রহমান। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে এইচএসসি’র ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা থেকে তারেক রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টায় উপজেলার দ্বিতীয় গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার (১৮ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

তারেক ওই গ্রামের রোকন উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মেজর আতাউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদে তারেককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইল ফোনে এইচএসসি পরীক্ষা ১৮’র বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়।

তার বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়; ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad