ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবি কলা অনুষদের 'ডিনস অ্যাওয়ার্ড' ২৪ এপ্রিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
ঢাবি কলা অনুষদের 'ডিনস অ্যাওয়ার্ড' ২৪ এপ্রিল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের 'ডিনস অ্যাওয়ার্ড' দেওয়া হবে।

বুধবার (১৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘ডিনস মেরিট লিস্ট অব এক্সসিলেন্স’, ‘ডিনস মেরিট লিস্ট অব অনার’ এবং ‘ডিনস মেরিট লিস্ট অব অ্যাকাডমিক রিকগনাইজেশন’ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad