ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

অবশেষে টিএসসির নতুন নামফলক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
অবশেষে টিএসসির নতুন নামফলক ছাত্র-শিক্ষক কেন্দ্রের নতুন নামফলক

ঢাকা বিশ্ববিদ্যালয়: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন নামফলক লাগানো হয়েছে। প্রায় দেড় বছর ধরে সংস্কারহীন থাকা নামফলকটি এর মাধ্যমে নতুন রূপ পেলো।

গত ২৫ মার্চ টিএসসির নামফলকের বেহাল চিত্র তুলে ধরে ‘টিএসসির নামফলকে নজর নেই ঢাবি কর্তৃপক্ষের’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। যাতে বলা হয়, নাম ফলকের অনেক অংশ ছিঁড়ে দেড় বছরেও পরিবর্তন করা হয়নি।

সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানিয়েছিলেন, টিএসসির নামফলক পরিবর্তন করার জন্য পরিচালককে বলেছেন।

পরিবর্তনের বিষয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মহিউজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার (১২ এপ্রিল) আমরা এটি পরিবর্তন করে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।