ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অগ্রযাত্রার স্বীকৃতি উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অগ্রযাত্রার স্বীকৃতি উদযাপন ফেস্টুন ও ব্যানার হাতে শিক্ষার্থীদের অবস্থান/ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় সারিবদ্ধভাবে ৩০ মিনিট দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি উদযাপন করেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে শোভাপায় শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং সাফল্যের তথ্যাবলি সম্বলিত বর্ণিল ফেস্টুন ও ব্যানার।

পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ খোকন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ-উল-আলম সবুজের সঞ্চায়লনায় আলোচনায় উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক আবদুল মালেক, সহকারী অধ্যাপক মো. এনামুল হক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সুমন মিয়া এবং ছাত্রছাত্রীদের অনেকে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।