ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রাচীর ভাঙ্গার অপরাধে ইবি কর্মচারী বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
প্রাচীর ভাঙ্গার অপরাধে ইবি কর্মচারী বহিষ্কার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাচীর ভাঙ্গার অপরাধে মো. অলিউল্লাহ নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

এস এম আব্দুল লতিফ জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও দেশরত্ন শেখ হাসিনা হলের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের বেশ কিছু অংশ ভাঙ্গা দেখা যায়।

এ ব্যাপারে খোঁজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির চতুর্থ শ্রেণির কর্মচারী অলিউল্লার সম্পৃক্ততা  পাওয়ায় তাকে বহিষ্কার করেছে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।