ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ইবিতে ফেসবুক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ইবিতে ফেসবুক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু কর্মশালায় অতিথিরা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বুস্ট ইওর বিজনেস উইথ ফেসবুক’ শীর্ষক দুই দিনব্যাপী ফেসবুক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১৮ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর  রহমান মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যাগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (এমএমসি) এর কন্টেন্ট ডেভেলপার মোহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরশ চদ্র বর্মণের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad