ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কুবিতে তথ্য প্রযুক্তির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
কুবিতে তথ্য প্রযুক্তির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা কর্মশালা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিএসই সোসাইটির আয়োজনে তথ্য প্রযুক্তির (এসিএম, আইসিপিসি ও স্যামসাং) ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল বক্তা ছিলেন স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট (বাংলাদেশ) মোবাইল সলিউশন গ্রুপের প্রযুক্তি বিষয়ক প্রধান মুহাম্মাদ আশরাফ-উল আসাদ।

দুই সেশনের কর্মশালার প্রথম সেশনে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা বিষয়ক আলোচনা এবং ২য় সেশনে ৩য়, ৪র্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং সেক্টরে ক্যারিয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিএসই বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।