ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে ভর্তি জালিয়াতির ঘটনায় ১ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
শাবিপ্রবিতে ভর্তি জালিয়াতির ঘটনায় ১ শিক্ষার্থী বহিষ্কার

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ছাত্র আল আমিনকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পাশাপাশি সহপাঠীকে ছুরিকাঘাতের পৃথক ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ সেশনের মুহাম্মদ রাসেল পারভেজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, একই সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ের ঘটনায় ২ ছাত্রকে আজীবন ও ৩ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।