ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা পূজা মণ্ডপ পরিদর্শনে জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। ছবি: বাংলানিউজ

জবি: প্রতিবার মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকেই জবি ক্যাম্পাসে শুরু হয় এ পূজার আয়োজন।

সনাতন ধর্মমতে, বিদ্যার দেবী সরস্বতীর কাছে ভক্তিসহ তার পূজা আরাধনা করলে তিনি সবাইকে বিদ্যা দান করেন।

পূজা উপলক্ষে বেলা বাড়ার সঙ্গে পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদের আগমনে উৎসবে পরিণত হয় জবি ক্যাম্পাস।

জবি ক্যাম্পাসে সরস্বতী পূজা নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী জয় কুমার দে বাংলানিউজকে বলেন, 'আমাদের ক্যাম্পাসে প্রতিবছরই একটি অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এখানে ধর্ম-বর্ণ মূখ্য বিষয় নয়। সমাজের সব শ্রেণী-পেশার মানুষ পূজায় আসতে পারেন আনন্দ ভাগাভাগি করে নিতে। '

নাটোর থেকে জবি ক্যাম্পাসে পূজা দেখতে আসা শিক্ষিকা শিল্পী রানী সাহা বাংলানিউজকে বলেন, 'আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সরস্বতী পূজা দেখেছি, কিন্তু জবি ক্যাম্পাসের মত উৎসবমুখর পরিবেশ দেখিনি। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। অনেক মানুষের সমাগম হয়েছে। আমি সবগুলো প্রতিমা ঘুরে ঘুরে দেখছি খুবই আনন্দ লাগছে। '

রাজধানীর পুরান ঢাকা থেকে জবি ক্যাম্পাসে পূজা দেখতে আসা সুকুমার রাজবংশী বাংলানিউজকে বলেন, 'সরস্বতী পূজা আমাদের সনাতন সংস্কৃতির একটি অনেক সুন্দর অংশ। দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করে থাকে। অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা এই পূজা দেখতে আসি কারণ এই উৎসবমুখর পরিবেশটা আমাদের অনেক ভাল লাগে। '

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হয় জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ সক্রিয়তা মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সরস্বতী পূজা। বাংলাদেশের গ্রামগঞ্জসহ আর কোথাও এতো উৎসমুখর পরিবেশে এ পূজা করা হয় না। এখানে পূজা যারা পরিদর্শনে আসে তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে আসা। তারা এই ক্যাম্পাসের পূজা মণ্ডপগুলোকে ভালবেসে ও আপন মনে করেই আসে। '

পূজা কমিটির সদস্য বিদ্যুৎ পাল জানান, এবার মোট ৩৫টি বিভাগে ৩৫ পূজা মণ্ডপে সরস্বতী পূজা হচ্ছে।

বিশ্ববিদ্যায়ে পূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জবি প্রক্টর ড.নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজরদারি রাখছি।

এবার বিশ্ববিদ্যালয়ের পূজা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রিয়ব্রত পাল।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কেডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।