ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

তালতলীতে প্রধান শিক্ষককে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
তালতলীতে প্রধান শিক্ষককে শোকজ

বরগুনা: বরগুনার তালতলীতে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিককে শোকজ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে তালতলী উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।

জানা গেছে, শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নজরে আসলে ঘটনার সত্যতা পেয়ে প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক সরকার বাংলানিউজকে বলেন, ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকার কারণে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়ে এই শোকজ নোটিশ করা হয়েছে। শোকজের জবাব পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।