ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

চুনারুঘাটে মাধ্যমিকের ১৪৩ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
চুনারুঘাটে মাধ্যমিকের ১৪৩ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ চুনারুঘাটে মাধ্যমিকের ১৪৩ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৩ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিপি’র অর্থায়নে উপজেলা প্রশাসন প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে বাইসাইকেলগুলো বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।