ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিতে ৪ দিনব্যাপী আবৃত্তি উৎসব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
জাবিতে ৪ দিনব্যাপী আবৃত্তি উৎসব

ঢাকা: ‘ধ্বনি হও, শব্দ হও, কবিতার স্বচ্ছ স্বভাবে’ স্লোগানে ৪দিন ব্যাপী ‘আবৃত্তি উৎসব ২০১৭’ এর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’।

সোমবার (১১ ডিসেম্বর) সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আকাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতি বছরে ন্যায় এবারো ধ্বনি আয়োজন করেছে ‘আবৃত্তি উৎসব ২০১৭’।

আগামী ১৮ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে।

উৎসবের প্রথমদিন (১৮ ডিসেম্বর) থাকছে- ঢাকা প্রযোজনায় কথামানবী, দ্বিতীয়দিন (১৯ ডিসেম্বর) ধ্বনির প্রযোজনায় কথোপকথন এবং তৃতীয় দিন (২০
ডিসেম্বর) দেবদাস এবং উৎসবের সমাপনী দিন ২২ ডিসেম্বর ধ্বনির সাবেক ও
বর্তমান সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

এছাড়া বস্তবাদী আবৃত্তি তত্ত্বের জনক অধ্যাপক তারিক সালাহ্ উদ্দীন মাহমুদকে এবারের উৎসবে গুণী সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।