ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে সমাজকর্মের আন্তর্জাতিক সম্মেলন ৪ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
শাবিপ্রবিতে সমাজকর্মের আন্তর্জাতিক সম্মেলন ৪ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সমাজকর্ম ও টেকসই সমাজের উন্নয়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। চলবে শনিবার (০৬ জানুয়ারি) পর্যন্ত। 

রোববার (১০ ডিসেম্বর) সম্মেলনের আয়োজক কমিটির সদস্য অধ্যাপক মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকরা অংশ নেবেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। এছাড়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. তুলসী কুমার দাশ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad