ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবিতে মাহবুবুল হক শাকিলের স্মরণে মিলাদ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ঢাবিতে মাহবুবুল হক শাকিলের স্মরণে মিলাদ অনুষ্ঠিত ঢাবিতে মাহবুবুল হক শাকিলের স্মরণে দোয়া ও মিলাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, সাবেক ছাত্রনেতা প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মাহবুবুল হক শাকিল সংসদ।

অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম ড. সৈয়দ এমদাদ উদ্দিন।  

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের
অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও মাহবুবুল হক শাকিলের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্খীরা অংশ নেন।

গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শাকিলের বাড়ি ময়মনসিংহ শহরের বাঘমারা রোডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) পরিচালনার দায়িত্ব পান শাকিল।

২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন মাহবুবুল হক শাকিল।

বাংলাদেশ সময়: ঘণ্টা ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad