ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু শনিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
শাবিপ্রবিতে স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক (ফাইল ফটো)

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৭’ শুরু হবে শনিবার (২৫ নভেম্বর)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আয়োজক কমিটির সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বাংলানিউজকে এ তথ্য জানান।

চন্দ্রানী নাগ বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয় গণিত সমিতির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এছাড়া ১০টায় পরীক্ষা, দুপুর ২টায় প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশ প্রতিযোগী আগামী ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।