ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ওয়াহাব আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ওয়াহাব আর নেই

ঢাকা: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে নবপ্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবদুল ওয়াহাব আর নেই (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াহাবের সহকর্মী মো. গোলাম সরোয়ার।

মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, আপাতত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ ধানমন্ডির একটি অফিসে চলছিলো। রোববার (১৯ নভেম্বর) ড. ওয়াহাব কলাবাগানের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তার পা ভেঙে যায়।  

‘পরে তাকে রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করা হলে পায়ে একটি অপারেশন করে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। সেখানে হঠাৎ ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তার মৃত্যু হয়। ’ 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব নেওয়ার আগে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড. ওয়াহাব স্ত্রী এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।