ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির বাস্কেটবলে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
শাবিপ্রবির বাস্কেটবলে চ্যাম্পিয়ন গণিত বিভাগ পুরস্কার বিতরণ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি: বাংলানিউজ

সিলেট, (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এফইটি বিভাগকে হারিয়ে চ্যাস্পিয়ন হয় গণিত বিভাগ। বিকেল ৫টায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, এফইটি বিভাগের বিভাগীয় প্রধান ড. ইফতেখার আহমেদ, চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সজীব ও সতেজ মন এবং সুস্থ সবল শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই।

তিনি প্রতি বছরের মতো এবারও আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য  অংশগ্রহণকারীদলসহ সবাইকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।