ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবিতে জালিয়াতির অভিযোগে আরো ২ শিক্ষার্থী আটক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জাবিতে জালিয়াতির অভিযোগে আরো ২ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১ম বর্ষে ভর্তি হতে এসে জালিয়াতির অভিযোগে আটক হয়েছেন আরো দুই শিক্ষার্থীরা।

সোমবার (২০ নভেম্বর) নিজ নিজ বিভাগে হাতের লেখা পরীক্ষা করলে তাতে মিল না পাওয়ায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশালের বোয়ালিয়া থানার বাকেরগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নোমানুল হক রিমন।

তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদে (সি ইউনিট) ২৪তম স্থান লাভ করে জার্নলিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে আসেন। অপরজন নেত্রকোনা জেলার নকুল চন্দ্র দেবনাথের ছেলে সীমান্ত দেবনাথ। তিনি বিজনেস স্টাডিজ অনুষদে (ই ইউনিট) ১১৬তম হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হতে আসেন।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, তারা সাক্ষাৎকারে ধরা না খেলেও সংশ্লিষ্ট বিভাগগুলো তাদের হাতের লেখা যাচাই করলে উত্তরপত্রের সঙ্গে লেখার অমিল পাওয়ায় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করে। জালিয়াতির মামলা দিয়ে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে সাক্ষাৎকার দিতে আসার সময় একই অভিযাগে তিনদিনে ১৪ জনকে আটক করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad