ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা শনিবার শুরু

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা শনিবার শুরু

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হবে।

প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে।

সারা দেশে মোট ৬৯১টি কেন্দ্রে ১৮১৬টি কলেজের সর্বমোট ২ লাখ ৩২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪। সংশ্লিষ্ট সবাইকে যে কোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।