ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

তেল চুরির অভিযোগে ইবি গাড়ি চালকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
তেল চুরির অভিযোগে ইবি গাড়ি চালকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি: তেল চুরির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব গাড়ির চালক মনসুর আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের বইয়ে দুই বছরে ওই গাড়িটির কিলোমিটার ও তেলের হিসেবের মধ্যে গড়মিল দেখা দেয়।

পরে বিষয়টি খতিয়ে দেখতে গাড়ির চালক মনসুর আহমেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসানুল আম্বিয়কে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত প্রধান মু. আতাউর রহমান।

কমিটির সদস্যদের শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।