ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পদার্থ বিজ্ঞানে অবদানে ৪ অধ্যাপক পেলেন আজীবন সম্মাননা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
পদার্থ বিজ্ঞানে অবদানে ৪ অধ্যাপক পেলেন আজীবন সম্মাননা পদার্থ বিজ্ঞানে অবদানে ৪ অধ্যাপক পেলেন আজীবন সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য চারজন খ্যাতিমান অধ্যাপক পেলেন ‘রাজ্জাক-শামসুন  লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। একই বিষয়ে মৌলিক গবেষণায় অসাধারণ সাফল্যের জন্য তিনজন অধ্যাপক পেয়েছেন ‘রাজ্জাক-শামসুন পদার্থ গবেষণা পুরস্কার’।

রোববার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্জাক-শামসুন ট্রাস্ট ফান্ড এ অনুষ্ঠান আয়োজন করে।

পদার্থবিজ্ঞানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কিউএইউ-এর প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আলফাজ উদ্দীন।

পদার্থবিজ্ঞানে ‘রাজ্জাক-শামসুন গবেষণা পুরস্কারপ্রাপ্তরা হলেন- দক্ষিণ কোরিয়ার কিউং-হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী মো. আবুল ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম ফজলুল হক।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. সুলতানা এন নাহার স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad