ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জাবির প্রশাসনিক ভবনে পুলিশের অভিযান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জাবির প্রশাসনিক ভবনে পুলিশের অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন রেজিস্ট্রার ভবনে অভিযান চালিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (১১ নভম্বের) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা দুপুর পর্যন্ত এ অভিযান চলে বলে বাংলানিউজকে জানান ডিএসবি কর্মকর্তা মো. সেলিম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে আমরা পুরাতন প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়েছি।

তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রোববার (১২ নভেম্বর) সকাল ৭টায় নতুন রেজিস্ট্রার ভবনে অভিযান চালানো হবে।

এর আগে প্রশাসনিক ভবনের সিঁড়িতে টেলিফোন বিভাগের পিওন সমির একটি চিঠি পান। যাতে লেখা ছিল, বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের প্রশাসনিক কার্যক্রম ভালো না। তাই প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় একটি জিডি করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল আওয়ালের কাছে জিডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।