ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় ১ হাজার ২০০ আসনের বিপরীতে মোট ১২ হাজার ২১৪ জন শিক্ষার্থী অংশ নিবেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ১৬টি কেন্দ্রের মোট ২৩৩টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও কালো কালির বলপেন সঙ্গে আনতে হবে এবং কেবল fx-100/fx-570 মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

কোনো অবস্থাতেই পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করা যাবে না।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্য করতে বাকৃবির বিভিন্ন সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্টল দিয়েছে। শিক্ষার্থীরা যে কোনো সমস্যায় তাদের কাছ থেকে সহায়তা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।