ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবিতে গরিব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
শাবিপ্রবিতে গরিব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। 

রোববার (২২ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী জানান, শনিবার বিকেলে সিলেট নগরীর লীলাপাড়ার হাজী আব্দুল কাদির মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করেন স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা।

সর্বমোট ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুল আহমদ, স্বপ্নোত্থানের সভাপতি আল ফয়সাল অনিক, সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।